
রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুর পরেও শর্ত ভঙ্গ করলে বাতিল হতে পারে: ঢাকাস্থ মার্কস দূতাবাসের সতর্কতা, ৭ জুলাই – যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পরেও নির্দিষ্ট শর্ত ভঙ্গ করলে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারীদের বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসসহ বিভিন্ন উৎস থেকে তথ্য মিলিয়ে দেখা হয়।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা ইস্যু হওয়ার পরেও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না। যদি কেউ আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তাহলে তার ভিসা বাতিল করা হতে পারে।
দূতাবাসের এই সতর্কবার্তা ভিসা প্রাপ্তির পরও নিয়ম-কানুন মেনে চলার গুরুত্ব তুলে ধরে, যাতে করে কেউ ভিসার শর্ত লঙ্ঘন না করে।