
রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রে আসছে টিকটকের নতুন অ্যাপ, থাকছে নানা পরিবর্তন। যুক্তরাষ্ট্রে টিকটকের বর্তমান পরিস্থিতি বদলের পথে। চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সের মালিকানায় থাকা এই জনপ্রিয় ভিডিও অ্যাপটি সেখানে বিক্রির মুখে পড়েছে। মার্কিন প্রশাসনের দাবি, টিকটক যদি যুক্তরাষ্ট্রে চালু রাখতে চায়, তবে তাকে বিক্রি হতে হবে—নইলে দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ করা হবে।
এই প্রেক্ষাপটে জানা গেছে, টিকটকের জন্য যুক্তরাষ্ট্রে নতুন একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, এই নতুন অ্যাপটি ৫ সেপ্টেম্বর উন্মুক্ত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, মূল সমস্যার কেন্দ্রবিন্দু হলো টিকটকের অ্যালগরিদম। চীন সরকার একাধিকবার জানিয়েছে, এটি অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে না। তাই যুক্তরাষ্ট্রে নতুন অ্যাপ চালু করতে হলে, নতুন করে একটি অ্যালগরিদম তৈরি করতে হবে।
এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর পছন্দ, দেখার অভ্যাস এবং সংযুক্তির ধরন বিবেচনায় নিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, সেপ্টেম্বরের ৫ তারিখে মার্কিন অ্যাপ স্টোর থেকে পুরোনো টিকটক অ্যাপ সরিয়ে ফেলে নতুন অ্যাপ চালু করা হবে। তবে পুরনো অ্যাপটি ২০২৬ সালের মার্চ পর্যন্ত চালু থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হতে পারে ব্যবহারকারীদের তথ্য, প্রোফাইল এবং কনটেন্ট নতুন অ্যাপে স্থানান্তরের প্রক্রিয়া।
আরেকটি বড় প্রভাব হতে পারে আন্তর্জাতিক সংযোগে। যুক্তরাষ্ট্রের নতুন অ্যাপে ব্যবহারকারীরা হয়তো অন্যান্য দেশের কনটেন্ট দেখতে পারবেন না, আবার অন্য দেশের ব্যবহারকারীরাও মার্কিন কনটেন্টের নাগাল পেতে সমস্যায় পড়তে পারেন।
এতে টিকটকের সবচেয়ে বড় শক্তি—এর বৈশ্বিক সংযুক্তি—প্রশ্নের মুখে পড়তে পারে। অনেক ব্যবহারকারী এই পরিবর্তনের কারণে অ্যাপটি ব্যবহার বন্ধও করে দিতে পারেন বলে মত দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।