যুক্তরাষ্ট্রে গুলি ছুড়ে তিনজন হত্যা আহত ১০।
যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটে এক বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে ।এই ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ আরও অন্তত ১০ জন।
আহত ব্যক্তিদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সুপার স্টোরটির পার্কং লটে এক ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছুড়ছেন।
বন্দুকধারী ব্যক্তির নাম ট্র্যাভিস ইউজিন পোসি। তার বয়স ৪৪ বছর, তিনি আরকানসাসের নিউ এডিনবার্গের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অঙ্গরাজ্যটির লিটল রক এলাকা থেকে প্রায় ১১২ কিলোমিটার দক্ষিণে ফোর্ডসি শহরের ম্যাড বুচার গ্রোসারিতে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের সকলেই শঙ্কা মুক্ত। খবর সিবিএস নিউজ
গত মাসে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুজন নিহত হয়।