ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে-কিরবি

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৩, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে । একই সঙ্গে চলমান পরিস্থিতির দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি।

ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জন কিরবি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলাসহ আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্র্বতী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অন্তর্র্বতী সরকারের নেতারা বারবারই ধর্ম বা জাতি নির্বিশেষে সকল বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে তিনি আরও বলেন, আমরা সকল বাংলাদেশি নেতার সাথে যোগাযোগের সময়ও এ বিষয়ে খুব স্পষ্ট ছিলাম যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাদেরকে (বাংলাদেশ) এই কাজে সহায়তা করতে চাই।

১১২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।