ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যুবককে ছু রি কা ঘাতে হ ত্যা,দুইজনকে আ ট ক করে পুলিশ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৮, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা এলাকায় সজিব দেব নাথ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ।

তাৎক্ষণিক আটককৃতরা হলেন- ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দির সংলগ্ন এলাকার বিজয়ের ছেলে রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর ছেলে সাজ্জাদ (১৮)।

সজিব দেব নাথ (২৮) বরগুনা সদরের কাঠপট্রি রোডের আসুতোষ দেব নাথের ছেলে।

সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড ড্রেজারে ওঠে। পরে গাঁজা সেবনের সময় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এ সময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে দৌড়ে তীরে চলে যায়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। এর ফাঁকে থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ রবি ও সাজ্জাদকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধিক ড্রেজারের মাধ্যমে তীরে বালু ওঠানো হয়। রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে। এজন্য স্থানীয় মাদকাসক্তদের কিছু বলতে কেউ সাহস পায় না।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, বুড়িগঙ্গা নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে দুজন জড়িত। তাদের তাৎক্ষণিক আটক করে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

৪৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।