raising sylhet
ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপী সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে কুলঞ্জ ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনীর সদস্যরা।

Advertisements

শুক্রবার দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে অস্ত্রের মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি জানান, এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেনেকে প্রধান আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, ১৫টি সুলফি, ৯৮টি টেঁটা, ৮টি স্টিলের ঢাল, ৩টি রামদা, ১টি দা, ৮টি ছোট বড় ছোরা, ১টি কাটার, ১টি বাইনোকুলার, ১৫টি কাঠের রুল, ৭টি পাইপ, ৬টি লোহার রড, ১টি বেজবলের ব্যাট।

৩৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।