raising sylhet
ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ সভাপতিসহ আ ট ক আরও দুজন

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৬, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুরে বিদেশি মদসহ হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগ সভাপতি হাবিবুর রহমান (৩৮) এবং তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

পুলিশের জালে বন্দী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা হাবিবুি রহমান সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা এলাকার মুগিরপাড়ায় বসবাস করতেন।

আটক বাকি দুজন হলেন- নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১) ও একই উপজেলার চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)।

Advertisements

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন- আটকের পর তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে একটি টিম জৈন্তাপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল সড়কে সোমবার সন্ধ্যায় কালো রংয়ের প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) তল্লাশি চালায়। এ সময় কারে থাকা দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের ১টি এবং আরেকটিসহ মোট ৩ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। পরে এ তিনজনকে আটক করা হয়।

এদিকে, পুলিশের একটি সূত্র বলছে- যুবলীগ নেতা হাবিবুর রহমান মাদকের একটি বড় চালান সীমান্ত থেকে সিলেটের দিকে নিয়ে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও সেই চালান পাওয়া যায়নি। সেই জব্দে অভিযান চালানো হচ্ছে।

৫৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।