জৈন্তাপুরে বিদেশি মদসহ হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগ সভাপতি হাবিবুর রহমান (৩৮) এবং তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
পুলিশের জালে বন্দী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা হাবিবুি রহমান সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা এলাকার মুগিরপাড়ায় বসবাস করতেন।
আটক বাকি দুজন হলেন- নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১) ও একই উপজেলার চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন- আটকের পর তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে একটি টিম জৈন্তাপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল সড়কে সোমবার সন্ধ্যায় কালো রংয়ের প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) তল্লাশি চালায়। এ সময় কারে থাকা দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের ১টি এবং আরেকটিসহ মোট ৩ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। পরে এ তিনজনকে আটক করা হয়।
এদিকে, পুলিশের একটি সূত্র বলছে- যুবলীগ নেতা হাবিবুর রহমান মাদকের একটি বড় চালান সীমান্ত থেকে সিলেটের দিকে নিয়ে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও সেই চালান পাওয়া যায়নি। সেই জব্দে অভিযান চালানো হচ্ছে।