ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

দাখিল পরীক্ষায় ২০২৫ সালে অংশ নিয়ে যারা অকৃতকার্য হয়েছে আগামী বছর তাদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের দাখিল শ্রেণির শিক্ষার্থী যারা ২০২৫ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে অতিরিক্ত বিষয় ছাড়া ১ বিষয়ে অকৃতকার্য হয়েছে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২৫ সালে উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই রেজিস্ট্রেশন নবায়ন ফি জমা দিয়ে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, রেজিস্ট্রেশন কার্ড নবায়ন ব্যতিত ২০২৬ সালের দাখিল পরীক্ষার সম্ভাব্য তালিকা থেকে ফরমপূরণের জন্য সিলেক্ট করা যাবে না।

নবায়নের নিয়ম – মাদ্রাসার প্যাডে রেজিস্ট্রার বরাবর প্রতিষ্ঠান প্রধানের আবেদন, ওয়েবসাইটে প্রদর্শিত শিক্ষার্থীদের তালিকা, মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার ফটোকপি এবং রেজিস্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর নামে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ২০০ টাকার ডিমান্ড ড্রাফট/পে-অর্ডারসহ (বিলম্ব ফি ছাড়া) ১৫ ডিসেম্বরের মধ্যে অবশ্যই বোর্ডে দাখিল করে রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করে নিতে হবে।

নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ ৩০০ টাকার ডিমান্ড ড্রাফট/পে-অর্ডার ও ১ নং ক্রমিকে বর্ণিত কাগজপত্রসহ বোর্ডে জমা দেয়ার সর্বশেষ তারিখ ৩১ ডিসেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।