রাইজিংসিলেট- যে ২টি আসনে প্রার্থী ঘোষণা করেনি আ.লীগ। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করা হয়নি।
রবিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় অন্যান্য আসনে প্রার্থী দিলেও ২টি আসনে নাম ঘোষণা করেননি তিনি।
আসন দুটি হলো- কুষ্টিয়া ২, নারায়ণগঞ্জ-৫। ওবায়দুল কাদের বলেন, এখন ২টি আসনে নাম প্রকাশ করা হচ্ছে না। আশা করি, দু’একদিনের মধ্যে তা জানানো হবে।
১৯৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।