রবিবার (১৯ মার্চ) সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না টানা ৯ ঘণ্টা।
শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এক বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহানগরের কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আ/এ, হোসনাবাদ আ/এ, সৈয়দপুর, শাহী ঈদগাহ্ হইতে হার্ট ফাউন্ডেশন ও টিবিগেইট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৮ বার পড়া হয়েছে।