• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রমজানের প্রথমদিনে ইফতার কেনাকাটায় ব্যস্ততা লক্ষ্য করা গেছে সিলেট নগরবাসীর মধ্যে

risingsylhet.com
প্রকাশিত মার্চ ২৪, ২০২৩

ফিরে এল মাহে রমজান। আজ রমজানের প্রথমদিনে ইফতার কেনাকাটায় ব্যস্ততা লক্ষ্য করা গেছে সিলেট নগরবাসীর মধ্যে। শুক্রবার (২৪ মার্চ) আসরের নামাজ শেষে জমে উঠেছে ইফতার বাজার। নগরীর প্রধান প্রধান দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার মোড়গুলোতে ইফতার বিক্রির পসরা দেখা গেছে। পসরায় ছিল জিলাপি, বেগুনি, ছোলা, খেজুর, বুন্দিয়া, মুড়ি ইত্যাদি। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর ইফতার সামগ্রীর দাম একটু বেশি বলছেন ক্রেতারা।

আর বিক্রেতারা বলছেন- ইফতার সাধারণত ভাজা-পোড়ার মধ্যেই বেশি। আর তাতে তেল বেশি ব্যবহার হয়। বাজারে তেলসহ সব জিনিসের দাম বেড়েছে। তাই বেশি দামে কিনতে হচ্ছে ইফতারের উপকরণ; আবার তৈরি শেষে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বরাবরের মতো এবারেও রমজানের শুরু থেকেই হোটেল, রেস্তোরাঁ, ফুটপাতের খাবারের দোকানগুলো দিনের বেলায় ছিল পর্দা ফেলা অবস্থায়। বিকেল থেকেই বদলে যেতে থাকে দৃশ্যপট। খাবারের দোকানের সামনে, ফুটপাতে, পাড়া-মহল্লার মোড়ে টেবিল সাজিয়ে বসে যায় ইফতারের পসরা। কোনো কোনো দোকানে টাঙানো হয়েছে ‘খোশ আমদেদ মাহে রমজান’ লেখা ব্যানার।

১২ বার পড়া হয়েছে।