ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখতে ভোলায় ভোক্তা-অধিকারের তদারকি অব্যাহত

rising sylhet
rising sylhet
মার্চ ১০, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি- ভোলা: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলাকার্যালয় কর্তৃক ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে অদ্য ১০ মার্চ (সোমবার) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনিরাম বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় আল আকসা সুপার শপকে ৪’হাজার টাকা এবং সাথী স্টোরকে ৩’হাজার টাকা এবং ঔষধের অতিরিক্ত মূল্য কলমে লেখার দায়ে মোল্লা মেডিকেল হলকে ১’হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোট তিনটি প্রতিষ্ঠানকে ৮’হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসন ভোলা এবং সার্বিক নিরাপত্তা সহযোগিতায় জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম যুক্ত ছিল।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) তদারকি সম্পর্কে জানান, মাহে রমজানে ভোলার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য কোনো অসাধু ব্যবসায়ী যেনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করতে না পারে তাহার জন্য সারাদেশে ন্যায় ভোলা জেলায়ও এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।