পটুয়াখালী প্রতিনিধি::রাঙ্গাবালীতে ১৭টি বেহুন্দি জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিশেষ কম্বিং অপারেশন ২০২৩ বাস্তবায়নে ৪র্থ দিনের অভিযান পরিচালনা করে ১৭ টি অবৈধ বেহুন্দি জাল আটক করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
শনিবার সকাল থেকে বিকাল ৫টা ৩০ পর্যন্ত উপজেলার উপকূলীয় এলাকা জাহাজমারা, চর তুফানিয়া, বঙ্গোপসারে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। এতে ১৭টি বেহুন্দি যাহার মূল্য ৫ লক্ষ ১০হাজার টাকার অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল হক বাবুল উপস্থিত ছিলেন ।
৭৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।