• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৩

রাইজিংসিলেট-রাজধানীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরাজী হাসপাতালে পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। রাজধানীর খিলগাঁওয়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সাথে তার চাচাতো ভাই জাগরি মোটরসাইকেলে ছিলেন।

নিহত আশিকুরের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। বাবার নাম এ কে আব্দুল মমিন। বর্তমানে বনশ্রী এ ব্লক, ৫ নম্বর রোডে থাকতেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।

তার চাচাতো ভাই জাগরি জানান, তারা বাসা থেকে মোটরসাইকেল নিয়ে ডেমরার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সার্ভিসিং করাবেন আশিকুর। পথে ফরাজী হাসপাতালের অদূরে একটি সিএনজি অটোরিকশা পাশ থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন ছিটকে তারা দুজন পড়ে যান। জাগরি সামান্য আহত হলেও গুরুতর আহত হন আশিকুর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

পুলিশ জানায়, সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক মারা গেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার পড়া হয়েছে।