রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে রাজনগর সংসদীয় আসন পূর্ণবহাল করার লক্ষ্যে মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে।
অধ্য ৭ জানুয়ারি ( শনিবার) রাজনগর গাল্ফ কমিনিউটি সেন্টারে উক্ত সভায় রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান খাঁনের আহবানে ও সভাপতিত্বে এবং টেংরা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিপু খাঁনের সঞ্চালনায় উক্ত সভায় উপস্তিত ছিলেন, অলিলা গ্রুপের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তি রানি চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা ফয়সাল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খাঁন ময়নু, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, মৌলানা মুয়াজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহমেদ, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,এডভোকেট শান্তি পদ ঘোয, রাজনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ছয়ফুল আলম, প্রমুখ, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, সভায় উপস্থিত বক্তারা বলেন রাজনগর সংসদীয় আসন পূর্ণবহাল সময়ের দাবি, রাজনগর সংসদীয় আসন পূর্ণবহাল সহ রাজনগরে গ্যাস সংযোগ স্হাপন ও পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে সবাই কাজ করে যাবো। মতবিনিময় সভা শেষে রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান খাঁনকে সভাপতি ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে আহবায়ক কমিটি গঠন করা হয়, আহবায়ক কমিটি উপজেলার সকল শ্রেনি পেশার লোকজনের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়।