ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রেস সচিব শফিকুল আলম

rising sylhet
rising sylhet
জুলাই ২, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দায়িত্ব শেষে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা রাখেন না। বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন।

শফিকুল আলম লেখেন, দায়িত্ব শেষ হওয়ার পর তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে—যেন তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন। তবে এসব জল্পনা ভিত্তিহীন বলে স্পষ্ট করেন তিনি।

তার ভাষায়, “আমি রাজনীতিতে জড়াতে চাই না। এমপি হওয়া বা উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতা হিসেবে জীবনযাপন আমার পছন্দ নয়। এ ধরনের নেতৃত্ব দেশে অর্থনৈতিক সুবিধা দেয় না—যদি না কেউ দুর্নীতির পথে পা বাড়ান।”

তিনি জানান, দায়িত্ব শেষে সাংবাদিকতা ও লেখালেখিতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। “জুলাইয়ের গণজাগরণ নিয়ে আমার হাতে কিছু বইয়ের পরিকল্পনা রয়েছে,” বলেন তিনি। “এ আন্দোলন ছিল সাহসী, সুন্দর এবং আমার দেখা অন্যতম বিস্ময়কর রাজনৈতিক জাগরণ।”

নিজের নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগের কথাও জানান শফিকুল। বলেন, “গত কয়েক মাসে আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে হুমকি পেয়েছি, তবে হয়তো তা হতাশ মানুষদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি।”

অবশেষে তিনি লেখেন, “নতুন জীবন অধ্যায়ের দিকে আমি আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।