ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজমিস্ত্রীর ঝুলন্ত লা শ উদ্ধার করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৭, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বড়লেখায় সুহেল আহমদ (৩০) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক কোনো চাপে সুহেল আত্মহত্যা করেছেন। তবে, ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো হত্যা এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে।

রোববার সকালে ময়না তদেন্তর জন্য পুলিশ নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সুহেল আহমদ বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এব্যাপারে নিহতের বাবা হেলাল উদ্দিন থানায় অপমৃত্যু মামলা করেছেন।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ রোববার সন্ধ্যায় জানান, প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, মানসিক কোনো চাপে রাজমিস্ত্রী সুহেল আহমদ হয়তো আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদবন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে রাজমিস্ত্রী সুহেল আহমদ বসতঘরের টাইয়ের সাথে নাইলন রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে, নিহতের পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করে রোববার সকালে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।