• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাজারহাটে ট্রলি আর অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে, নিহত-১

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৩
রাজারহাটে ট্রলি আর অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে, নিহত-১

কুড়িগ্রাম রাজারহাটে ১১ জানুয়ারি ২০২৩ রোজ- বুধবার সকালে রাজারহাট টু তিস্তা সড়কে আলু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৩ জন।

নিহত ব্যক্তি লুৎফর রহমান (৪৫)। তিনি উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা এবং ওই ট্রলির হেলপার।

 

স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনাটি সকাল ৮.৩০ ঘটিকার দিকে রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা ব্রীজ এলাকায় আলু বোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হাড়িয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত ৪জন ও নিহত ১জনকে উদ্ধার করে রাজারহাট ফায়ার স্টেশন কর্তৃক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী বলেন নিহত লুৎফর রহমান ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন এবং বাকীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ৩ জন আর বাকী ১জনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কেউ কোন অভিযোগ করেনি তবে অপমৃত্যুর মামলা নিয়েছি সে হিসেবে ব্যবস্থা গ্রহণ করছি।

বার পড়া হয়েছে।