ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

rising sylhet
rising sylhet
জুলাই ২৮, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির এক সাধারণ সভা ও কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত ৯টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির এক কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির নেতৃবৃন্দরা হলেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, কার্যকরি সভাপতি আব্দুস সালাম খান, সহ সভাপতি মো. মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, অর্থ সম্পাদক শওকত আহমদ ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব। উক্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহ্বান জানানো হয়।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নান খানের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন পারভেজের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামি আহমদ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা একটি কার্যকর নেতৃত্বের প্রত্যাশায় ছিলেন। এই নবগঠিত কমিটির মাধ্যমে ব্যবসায়ীরা একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে আসতে পারবেন। নেতৃবৃনদ আরো বলেন, দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময়, সহযোগিতা এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। ব্যবসায়ীদের নানা সমস্যায় যেন কেউ একা না থাকেন, এই নীতিতে এগিয়ে যেতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।