ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজা জি সি হাইস্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক সম্পন্ন

rising sylhet
rising sylhet
আগস্ট ২৪, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসায়ীরা দেশের বড় সম্পদ, তারা অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি দেশ, জাতি, ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখছেন। দেশের যে কোন দুর্যোগে মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীরা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ান যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি বলেন, সিলেটেকে ফুটপাতমুক্ত করতে ব্যবসায়ী, রাজনিতিবীদ, সমাজসেবী, সচেতন মহল সহ সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই নগরবাসীকে ফুটপাতমুক্ত নগরী উপহার দেওয়া সম্ভব।

তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির বিকাশ গঠাতে নিরলস ভাবে কাজ করছেন, তাদের মত সর্বমহল দেশের সার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শনিবার (২৩ আগস্ট) রাতে সিলেট নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে রাজা জি সি হাইস্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবগঠিত পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

রাজা জি সি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম খান এর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন পারভেজ এর পরিচালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও রাজা জি সি হাইস্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান রিপন নবগঠিত পরিষদের সকলকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, প্রবীণ ব্যবসায়ী আব্দুস ছোবহান, আব্দুল মন্নান খান মনজু।

অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজা জি সি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, সহ সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম হানিফ।

উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, অর্থ সম্পাদক শওকত আহমদ, সহ অর্থ সম্পাদক আব্দুর রহিম গাজী, প্রচার সম্পাদক আবু ফয়ছল ছায়েদ, সদস্য সোহাগ শেখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মিসবাহ উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।