• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাতের আঁধারে হাওরে পথ হারিয়ে ৯৯৯ কল, ১০৭ পর্যটক উদ্ধার

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২৩
রাতের আঁধারে হাওরে পথ হারিয়ে ৯৯৯ কল, ১০৭ পর্যটক উদ্ধার

রাইজিংসিলেট- রাতের আঁধারে হাওরে পথ হারিয়ে ৯৯৯ কল, ১০৭ পর্যটক উদ্ধার। কিশোরগঞ্জে হাওরে ঘুরতে এসে রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলা শতাধিক পর্যটকবাহী একটি ট্রলার উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে বাজিতপুর উপজেলার আইনারগোফ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চল সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর থানার টেলিহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে ৪০ থেকে ৪৫টি মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে আসে ১০৭ জন পর্যটক।

নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুতই আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদে পাটুলিঘাটে পৌঁছে দিয়েছে। নৌকায় শতাধিক পর্যটক ছিল, তাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

৩৮ বার পড়া হয়েছে।