ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ আদালতে একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি রেহেনা বেগমকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরবাড়ুকা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে ওই গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, উপজেলার চরবাড়ুকা গ্রামের আরজক আলী বাদি হয়ে গেল ২১ এপ্রিল সুনামগঞ্জ আদালতে একই গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম ও তার সহযোগী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলা (নং ৫৫/২৪) দায়ের করেন। এক পর্যায়ে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুস সাত্তার অভিযান করে ওই নারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এদিকে রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের কাছে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ওই নারীর জামিন মঞ্জুর করেছেন বলে সূত্রে জানা গেছে।