raising sylhet
ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

রাত ১টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সবধরনের যানচলাচল বন্ধ থাকবে

rising sylhet
rising sylhet
মার্চ ২৫, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

জরুরি মেরামতের জন্য শনিবার রাত ১টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সবধরনের যানচলাচল বন্ধ থাকবে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সেতুটি। শনিবার সন্ধ্যা এই সিদ্ধান্তের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সওজ। এই বিষয় সংশ্লিষ্ট সকলকেই চিঠি দেয়া হয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক এর সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ৫০তম কি.মি. সড়কের সদরপুর সেতুর সিলেট প্রান্তের এব্যাটমেন্ট/এ্যাপ্রচ সড়ক যানবাহন চলাচলের জন্য ঝুঁকি পূর্ণ হওয়ায় জরুরিভিত্তিতে সিলেট প্রান্তে বেইলি সংযোগ স্থাপনের জন্য সাময়িক যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, সারাদেশের সাথে সড়ক পথে যোগাযোগ রক্ষা করার একমাত্র পথ সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক। এ সড়কের সদরপুর সেতুর অ্যাপ্রোচ সড়ক বিলীন হতে থাকায় এই সড়ক দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হবার আশঙ্কা দেখা দিয়েছে। এ সেতুর নাইন্দা নদীর উত্তর ও দক্ষিণ পাড়ে ভাঙনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে সেতুতে বাস, ট্রাক উঠলে কেঁপে উঠে। যানবাহন চালক ও যাত্রীরা সেতুটি পার হবার সময় ভয়ে থাকেন। কখন ধসে নিচে পড়ে যায়। সেতু নয় যেন মরণ ফাঁদে পরিলত হয়েছে ব্যস্ততম সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের এ সেতুটি।

এদিকে, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কের অ্যাপ্রোচে সাময়িক সংস্কার করেছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে নতুন আরেকটি সেতু তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এখন সেতুটি সংস্কারের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

৬৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।