খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় শীতের কম্বল বিতরণ করা হয়। ৩১শে ডিসেম্বর ২০২২ শনিবার গভীর রাতে দায়িত্বপূর্ণ এলাকা সোনাইআগা,যৌথখামার এবং দাঁতারামপাড়া,লামকুপাড়া এলাকায় বসবাসরত শীতার্ত পাহাড়ী এবং বাঙ্গালী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং তাঁদের মাঝে ২৫০টি শীতের কম্বল বিতরণ করেন লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি অধিনায়ক, রামগড় ৪৩ বিজিবি। এছাড়া ও বিজয়ের মাস ডিসেম্বরে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত ১০০০ শীতার্ত পাহাড়ী এবং বাঙ্গালী পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ,পিবিজিএমএস,অপস জেসিও এবং ইন্টঃজেসি ও সহ অন্যান্য বিজিবি সদস্যগন উপস্থিত ছিলেন। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ হাফিজুর রহমান,পিএসসি জানান, রামগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বসবাসরত জনসাধারণদের মানবিক সহায়তার কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।