
রাইজিংসিলেট- পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বহাল রাখতে আগ্রহী ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চান যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ২০১০ সালে স্বাক্ষরিত কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট বহাল থাকুক। স্কটল্যান্ড সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এটা এমন একটি চুক্তি, যার মেয়াদ শেষ হওয়া আপনি চাইবেন না। আমরা এটি নিয়ে কাজ শুরু করেছি।”
উল্লেখ্য, নিউ স্টার্ট চুক্তিটি ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে পাঁচ বছরের জন্য নবায়ন করা হয়েছিল, যার মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি। এই চুক্তি অনুযায়ী, দুই দেশ সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত ওয়ারহেড এবং ৭০০টি ক্ষেপণাস্ত্র ও বাহন মোতায়েন করতে পারে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তির নবায়নের বিপক্ষে ছিলেন এবং চীনকে অন্তর্ভুক্ত করে একটি ত্রিপাক্ষিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, যা বেইজিং প্রত্যাখ্যান করে। তবে এবার তিনি জানিয়েছেন, পারমাণবিক নিয়ন্ত্রণ তুলে নিলে তা “বড় ধরনের সমস্যা” তৈরি করতে পারে। ট্রাম্প আরও বলেন, এই বিষয়ে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, নিউ স্টার্ট চুক্তি শেষ হয়ে গেলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আরও বেশি পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে সক্ষম হবে, যা পারস্পরিক আস্থা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
বর্তমানে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক ঠাণ্ডা যুদ্ধের পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ইউক্রেন যুদ্ধ, পুতিনের পারমাণবিক হুমকি ও উন্নত অস্ত্র ব্যবস্থার কারণে এই উত্তেজনা আরও বেড়েছে।