ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সং ঘ র্ষ

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৭, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিশু জান্নাত (৬), সুলতানা (৮), সায়েম (৫), সাদত (২), নুশরাত (৩), সিয়াম (৫), ইতি (১০), সামিয়া (৩), সুমাইয়া (৪), সুন্দর আলী (৭০), আব্দুল খালেক (৮০), ইদ্রিছ আলী (৩৫), কাউছার মিয়া (৩০), ফরিদ মিয়া (৫০), লাইলী আক্তার (৩৫), জোসনা বেগম (৪০), নাছিমা আক্তার (৩০), ফুলবানু (৬০)সহ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের সুন্দর আলীর লোকজনের সাথে পাশ^বর্তী বনগাও গ্রামের আলী হোসেনের লোকজনের দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে আলী হোসেনের লোকজন রাস্তার জায়গা ভরাট করে ফেলে। এতে সুন্দর আলীর লোকজন বাঁধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।