রাইজিংসিলেট- রিজভীর বিষয়ে আদালতে হিরো আলম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়ার বরাত আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম। অশিক্ষিত-পাগলসহ নানা ধরনের মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনেছেন তিনি।
এ ব্যাপারে অভিযোগ দেয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম। পরে সেখান থেকে চলে যান আদালতে। আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বিএনপি নিতা রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেন আদালতে।
রোববার (০৬ আগস্ট) দুপুর ৩টয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেন হিরো আলম। এ সময় তিনি বলেন, ‘আমি আদালতে গিয়েছিলাম। সেখানে রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেছি।’
প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।