গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক রিমন খুনের ঘটনায় শনিবার (২৬ অক্টোবর) সকালে নিহতের বাবা বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এর আগে শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় খুন হন নিহত রিমন আহমদ (২২) গোলাপগঞ্জ উপজেলার রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। সে পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে আটক দুই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালাতে পাঠানো হয়েছে। শনিবার বেলা দুইটার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।
মামলায় ৬জনকে আসামী করা হয়েছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, ঘটনার পর জড়িত থাকার অভিযোগে দুই নারীকে শুক্রবার রাতেই আটক করা হয়েছে।
শনিবার সকালে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবকের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।