raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের সেলাই মেশিন সহ বিভিন্ন ট্রেড এ টুলস বিতরণ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩১, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :: সিলেট টেকনিকাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ বলেছেন, রোটারিয়ানরা আত্ম মানবসেবায় কাজ করে যাচ্ছেন। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নানা সময় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন রোটারিয়ানরা। রোটারি সারা বিশ্বে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অবহেলিত অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বি করে তুলছে। এরই ধারাবাহিকতায় আজকেও রোটারিয়ানরা নিজেদের উপার্জিত অর্থ দিয়ে প্রশিক্ষিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। প্রশিক্ষিতরা এই সেলাই মেশিনের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বি করতে ভূমিকা রাখবে।

তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের বাস্তবায়নে ও সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে ইকনোমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট মাস উপলক্ষে প্রশিক্ষিত ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, প্লাম্বিং, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন, মোবাইল মেকানিক টুলস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ আব্দুর রহমান আরএফএসএম এর সভাপতিত্বে ও রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারি রোটাঃ মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম। স্বাগত বক্তব্যঃ রোটাঃ পিপি ইঞ্জিঃ মনিরুল ইসলাম মনির (রোটারী ক্লাব অব সিলেট প্যারাডাইস) ।

উপস্থিত ছিলেন, রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড. পিএইচএফ, রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম পিএইচএফ, রোটাঃ পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, এডমিন ডি-৬৫, পিপি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির (সিলেট প্যারাডাইজ), আইপিপি সুলতান মোহাম্মদ রাজু (সিলেট প্যারাডাইজ), ট্রেনিং ইন্সট্রাক্টর মাজেদুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, খাঁন মোঃ দেলোয়ার, মুজিবুর রহমান, জাকারিয়া আহমদ ও মোঃ শাহিন উদ্দিন। সুবিধা ভোগীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, আবু তাহের। এছাড়াও ট্রেড ইলেকট্রিক্যাল সহ প্রতিষ্ঠানের প্রশিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।