রাইজিংসিলেটঃ রোম কাঁদছে, গর্বও করছে—একটি বিস্ফোরণ, দুটি সাহসী হৃদয়।ডিউটি পালন করতে গিয়ে দগ্ধ, রোমের দুই পুলিশ সদস্য এখন সাহসিকতার প্রতীক। ইতালির রাজধানী রোমে একটি এলপিজি স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে কর্তব্যরত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছেন দুই সাহসী পুলিশ সদস্য, ফ্রান্সেস্কো ও মার্কো। বিস্ফোরণের মুহূর্তে আতঙ্কিত সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে তারা নিজের জীবন বাজি রাখেন। ফলে তারাই সবচেয়ে বেশি দগ্ধ হন। এই আত্মত্যাগ ও সাহসিকতা আজ পুরো রোমবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে রোমের পলিক্লিনিকো আমবেরতো-১ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে।
আশ্চর্যজনকভাবে, চিকিৎসাধীন অবস্থায়ও ফ্রান্সেস্কো ও মার্কো জানিয়েছেন, “এই কাজ আমাদের দায়িত্ব, আর প্রয়োজনে আবারও জীবনের ঝুঁকি নিতে আমরা পিছপা হব না।” তাদের এই অদম্য মনোবল এবং সাহসের কথা শুনে রোমবাসী সহ গোটা ইতালি থেকে আসছে দোয়া ও শুভকামনার বন্যা। হাজারো মানুষ সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে তাদের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
এই দুই পুলিশ সদস্যের নির্ভীকতা ও কর্তব্যনিষ্ঠা শুধুই একটি তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি অনন্য উদাহরণ – কীভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই কেউ হয়ে উঠতে পারে সাহস ও মানবিকতার প্রতীক। ফ্রান্সেস্কো ও মার্কোর দ্রুত আরোগ্য কামনায় এখন সবাই অপেক্ষায়, সেই দিনের জন্য যখন তারা আবারও দেশের সেবায় ফিরবেন, গর্ব আর ভালোবাসা নিয়ে।