raising sylhet
ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান-ওয়ান শুটারগানসহ পাঁচজন আটক

rising sylhet
rising sylhet
মার্চ ১১, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার গভীর রাত পর্যন্ত এ অভিযান চালনো হয়।

সোমবার (১১ মার্চ) দুপুরে আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানান, রোববার রাতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ দুজন এবং ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ ওরফে মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ এবং ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।

এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য এই বিশেষ অভিযানে অংশ নেন। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

১০৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।