ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের পৃথক অভিযানে ৩ জন আটক, উদ্ধার প্রায় ৯২ কেজি গাঁজা

rising sylhet
rising sylhet
নভেম্বর ২২, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে র‌্যাব-৯ তিনজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৯১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩–এর একটি দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালায়। এর আগে জগদীশপুর বাজার এলাকায় দায়িত্ব পালনকালে র‌্যাব জানতে পারে, রসুলপুরের একটি ঘরে কয়েকজন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। র‌্যাব পৌঁছালে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে সাতটি পাটের বস্তা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ইব্রাহিম মিয়া টিটু (৪০), রসুলপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাচার করতেন।

অন্যদিকে র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া দল বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) রাতে আখাউড়া রেলস্টেশন এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রেলক্রসিং বাইপাস এলাকায় অভিযান চালায়। সেখানে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে দুটি প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপ মোড়ানো ৩১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নবীনগরের কোনাউর এলাকার আ. রহিমের ছেলে ইকবাল হোসেন (৩১) এবং নোয়াগাঁও এলাকার আক্কাস আলীর ছেলে হাবিব উল্লাহ (১৮)। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, তারাও সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটক তিনজনকে এবং উদ্ধারকৃত গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।