ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের হাতে আ ট ক চার যুবক

rising sylhet
rising sylhet
জুন ১১, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরবাইক ও তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেছিল চার যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি। র‌্যাবের হাতে আটক হয়েছেন তারা। তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তিনটি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ।

আটককৃতরা হলো- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর প্রকাশ হাজীপুরের কালন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫), জাফলং বস্তির মৃত মঈন উদ্দিন মিয়ার ছেলে শামছুল ইসলাম (৩৫), মনাইকান্দি গ্রামের নুরুল হকের ছেলে জাকির হোসেন (২১) ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আজাদ মিয়া (১৬)।

আটকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের কাছে জাফলং-গোয়াইনঘাট সড়ক থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও ৩টি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা বস্তাগুলোর ভেতর থেকে ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।