লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. আশিকুন নবী চৌধুরী।
বৃহস্পতিবার (২১ মার্চ) আগামী এক বছরের জন্য তাকে এ পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. আশিকুন নবী চৌধুরীকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
এ নিয়োগের অনান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।