• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

লাইভে এসে নিজের বুকে গুলি করলেন পুলিশ কনস্টেবল

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৩
লাইভে এসে নিজের বুকে গুলি করলেন পুলিশ কনস্টেবল

রাঙামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রে দায়িত্ব থাকা এক পুলিশ সদস্য ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন।

ওই পুলিশ সদস্যের নাম মো. মোতাহের হোসেন। তিনি কনস্টেবল পদে কর্মরত শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাক সূত্র জানায়, সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে ফেসবুক লাইভে এসে নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালান কনস্টেবল মো. মোতাহের হোসেন। এ সময় তিনি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রাখেন। গুলির আওয়াজ শুনে আশপাশের সহকর্মীরা ছুটে এসে আহত অবস্থায় মোতাহেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বলেন, ‘বেশ কিছুদিন যাবত মোতাহের পারবারিক সমস্যায় ভুগছিলেন বলে জানতে পেরেছি। তবে এই ধরণের একটা ঘটনা তিনি ঘটিয়ে ফেলবেন তা বুঝতে পারিনি।’ সংশ্লিষ্টরা জানান, মোতাহের হোসেনের গ্রামের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়।

সহকর্মীদের কাছ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোতাহের হোসেন জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। লাইভে তিনি তার ব্যক্তিগত জীবনের নানান সমস্যার কথা তুলে ধরেন। প্রায় ২০ মিনিটের মতো লাইভে কথা বলেন তিনি। বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছি বলেও লাইভে বলেন তিনি। পরে সবার কাছে ক্ষমা চেয়ে নিজের বুকে গুলি করেন

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘আমাদের এক কনস্টেবল নিজের রাইফেল দিয়ে বুকে গুলি করেছে। তার নাম মোতাহার। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

৪৫ বার পড়া হয়েছে।