ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন একাধিক প্রবাসী ফুটবলার

rising sylhet
rising sylhet
এপ্রিল ৩, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক প্রবাসী ফুটবলার। এর মাঝেই নিজেদের প্রমাণ করতে বাফুফের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড থেকে এলমান মতিন ও ইতালি থেকে আব্দুল কাদের।

 

 

২০১৩ সালে জামাল ভুইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলেন। এরপর তারিক কাজী, রাহবার খান, কাজেম শাহ, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরেছেন।

 

 

আগামী ৯-১৮ মে ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাফুফে প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারের তালিকা করেছে। বাংলাদেশি বংশদ্ভূত এই দুই প্রবাসী ফুটবলারও রয়েছেন এই তালিকায়।

 

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে ধানমন্ডি ক্লাবে অনুশীলন করেছেন তারা। এরপর বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন তারা। অনুশীলনে বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও ছিলেন।

 

 

জানা গেছে, দুই ফুটবলারের টেকনিক্যাল জ্ঞান ভালোই লেগেছে ফেডারেশনের কোচদের। ঢাকার আবহাওয়ায় অনুশীলনের প্রথম দিন তাদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও মে মাসে ভারতের অরুণাচলে স্বস্তিদায়ক আবহাওয়াই পাওয়ার কথা।

 

 

বাফুফে একাডেমি দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ খেলছে। এই দলের অনেকে সাফ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাবেন। এছাড়া বিকেএসপির বেশ কয়েকজন ফুটবলার নিয়েই মূলত সাফ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প হবে। বয়সভিত্তিক দলের ক্যাম্প এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।

বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন বয়সভিত্তিক দলের দায়িত্ব নিতে পারেন। সেই সময় চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফে একাডেমি দল অন্য কেউ সামলাতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।