ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্তকরণ করেছে সিকৃবি

rising sylhet
rising sylhet
এপ্রিল ১০, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সি.কৃ.বি. প্রতিনিধি:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বাংলাদেশে লিচুর গান্ধি পোকা ও লাউ ফসলের স্যাপ বিটলের নতুন জাতের শনাক্তকরণ করেছে ।

বৃহস্পতিবার সিকৃবির ভাইস চ্যান্সেলর সচিবালয়ের কনফারেন্স রুমে এই দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট উন্মোচন করা হয়।

 

সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের সভাপতিত্বে লিফলেট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই এর ফিল্ড সার্ভিস উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল এবং প্রশাসন, অর্থ ও সাপোর্ট সার্ভিসের অতিরিক্ত পরিচালক ড. মোঃ কাজী মজিবুর রহমান।

সিকৃবির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ ফুয়াদ মন্ডলের নেতৃত্বে একদল গবেষক জাত দুটি শনাক্তকরণ করেন। লিচুর গান্ধি পোকা সাধারণ গান্ধি পোকার চেয়ে আকারে বড়। এই শোষকপোকা লিচুর কচিপাতা, কান্ড এবং ফলের রস শোষণ করার ফলে কচি অবস্থায় লিচু শুকিয়ে যায় এবং মাটিতে ঝড়ে পরে। গবেষণায় দেখা গেছে মারাত্মক আক্রমণের ফলে লিচুর শতকরা ৮০ ভাগ ফলন কমে যায়। অপর দিকে লাউয়ের স্যাপ বিটল দলবদ্ধভাবে লাউ এর প্রজনন পর্যায়ে পুরুষ ফুলে ব্যাপকভাবে আক্রমণ করে সমস্ত পরাগরেণু খেয়ে ফেলে। ফলে পরাগায়ণ না হওয়ায় লাউয়ের ফল ধারণ সম্ভব হয় না। এতে ফলন ব্যাপকভাবে হ্রাস পায়।

প্রধান অতিথির বক্তব্যে ডি এ ই এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে ডি এ ই এর সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। এসময় তিনি প্রযুক্তি সম্প্রসারণে যে কোন সহযোগিতা প্রদানে আশ্বাস প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ডি এ ই এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল আলমের কাছে নতুন দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট কৃষক পর্যায়ে বিতরণের জন্য হস্তান্তর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।