raising sylhet
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটি-ট্রাষ্ট ব্যাংক পে’রোল চুক্তি ও মানি লন্ডারিং প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কার্যকর কৌশল গ্রহণ করতে সক্ষম এবং দেশকে নিরাপদ ও সমৃদ্ধ করতে সিলেটে ট্রাষ্ট ব্যাংক উদ্যোগে “মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা” এবং লিডিং ইউনিভার্সিটি এবং ট্রাষ্ট ব্যাংক পিএলসি এর পে-রোল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

গতলকাল (৩০ নভেম্বর শনিবার) নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেটে ট্রাষ্ট ব্যাংক পিএলসি’র মানি লন্ডারিং ডিবিশন ও ট্রেনিং একাডেমি এর ব্যবস্থাপনায় দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাষ্ট ব্যাংক পিএলসির ব্যাবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক (পরিদর্শন) মোহাম্মদ আবুল হাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্ট ব্যাংক পিএলসি’র উপ ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন সরকার ও মানবসম্পদ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুন্সি মিজানুর রহমান (অবঃ) এবং প্রধান কার্য্যালয় হতে আগত অন্যান্য জৈষ্ঠ্য কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ট্রাষ্ট ব্যাংক পিএলসি সিলেট কর্পোরেট শাখার সিনিয়র ম্যানেজার জনাব চৌধুরী তামান হাছিব এবং বাংলাদেশ ব্যাংক থেকে আগত যুগ্ম পরিচালক ডঃ শিরিন আক্তার মানি লন্ডারিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সিলেট বিভাগের ট্রাষ্ট ব্যাংকের সকল কর্মকর্তাবৃন্দ দিন ব্যাপি উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

Advertisements

 

এছাড়াও লিডিং ইউনিভার্সিটি এবং ট্রাষ্ট ব্যাংক পিএলসি এর পে-রোল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ট্রাষ্ট ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং লিডিং ইউনিভার্সিটি এর পক্ষে ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ডঃ সৈয়দ রাগীব আলী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন সরকার, সিলেট কর্পোরেট শাখার ব্যবস্থাপক চৌধুরী তামান হাছিব ও প্রধান কার্যালয় হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। লিডিং ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোঃ কবির আহমদ। চুক্তির মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক-কর্মকর্তাদের বেতন ও ভবিষ্য তহবিলের হিসাব ট্রাষ্ট ব্যাংক পি এল সি এর মাধ্যমে পরিচালিত হবে।

বর্তমান বিশ্বে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন একটি গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মানি লন্ডরিং অবশ্যই প্রতিরোধ করতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধের বিকল্প নাই, এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা একান্ত অপরিহার্য। মানি লন্ডারিং অর্থনীতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এবং বৈধ ব্যবসার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে। অন্যদিকে, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই দুই সমস্যার সমাধানে সচেতনতা এবং কার্যকর নীতিমালা প্রয়োগের কোনো বিকল্প নেই।

৪৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।