ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লুটপাটের ঘটনায় আ’লীগ নেতার ছেলেকে আ ট ক

rising sylhet
rising sylhet
এপ্রিল ১২, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর লুটপাটের ঘটনায় আ’লীগ নেতার ছেলেকে আটক করেছে পুলিশ। সিলেট নগরীতে বাটার আউটলেটে লুটপাটের মূলহোতা মামলার প্রধান আসামি ইশতিয়াক নূর চৌধুরী জিহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক নগরীর ৭নং ওয়ার্ডের সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘জিহানই প্রথম জুতা লুট করা শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে এবং সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী একজন আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাও রয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগে দরগাহগেট এলাকার বাটার একটি আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত তখন জুতা লুটপাট শুরু করে জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।