মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচং মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ঘটেছে।সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনাটি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীদের কাছ থেকে জানা যায়, লুডু খেলা নিয়ে দুই যুবকের ঝগড়া গড়িয়েছে দুপক্ষে সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২০ জন আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বলেন, নিশ্চিন্তপুর গ্রামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলেন। এক পর্যায়ে ১০০ টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দুজনের পক্ষ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।