নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ মাস পর সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ দলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) দুপুর ১১টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, বলে নিশ্চিত করেছেন ওসমানীনগরের অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মোনায়েম মিয়া।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠিত হামলার প্রতিকার চেয়ে ঘটনার অন্তত ২২ মাস পর, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর, ওসমানীনগর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২২ জনকে আসামি করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে মামলা করেন গোয়ালাবাজার ইউনিয়নের করনসি গ্রামের মৃত মুজেফর বক্সের ছেলে বিএনপি কর্মী মো. মন্নান বক্স (মামলা নং-সিআর ৩০২/২৪)। সেই মামলায় গতকাল গ্রেফতার করা হয় গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ দলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেল ৪ টার দিকে সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা নেতাকর্মীদের নিয়ে ওসমানীনগরে প্রচারপত্র বিলি করতে যান। প্রচারপত্র বিলি শেষে উপজেলার উত্তর গোয়ালাবাজার দাশপাড়া রোডে নিজের গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন তিনি। এ সময় তাকে রড দিয়ে হত্যাচেষ্টা করা হয়, তবে নেতা-কর্মীরা তাকে আগলে রাখেন। হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করে এবং বহরে থাকা নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।
এদিকে মামলার এজাহার নামীয় অনেক আসামি পুলিশ প্রশাসনের সামনে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও অন্য আসামিদের গ্রেফতার না করায় চরম ক্ষোভ প্রকাশ করে বাদী মন্নান বক্স বলেন, ‘মামলা দায়েরের ৬ মাস পর এই প্রথম কোনো আসামিকে গ্রেফতার করা হলো পুলিশ।’