ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শক্তিশালী দল ঘোষণা করেছে

rising sylhet
rising sylhet
নভেম্বর ১০, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ত্রিদেশীয় সিরিজ খেলবে বাবররা। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে যুক্ত হবে জিম্বাবুয়েও। এই দুই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:  সালমান আলী আঘা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরফ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফরহান (উইকেটকিপার), সাইম আযুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার) এবং উসমান তারিক।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ নভেম্বর থেকে। পরের দুই ম্যাচ ১৩ ও ১৫ নভেম্বর। আর ১৭ নভেম্বর শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং পরবর্তী ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন হাসান নওয়াজ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা আবদুল সামাদ।

পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আযুব এবং সালমান আলী আঘা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।