বাগেরহাট প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায়ও চতুর্থ পর্যায়ে জমিসহ ঘর পাচ্ছেন ৭৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামীকাল (২২মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় একযোগে শরণখোলায়ও আনুষ্ঠানিকভাবে এ ঘর হস্তান্তর করবেন। ইতোমধ্যে ঘর প্রস্তুতসহ এ সংক্রান্ত জমির দলিলের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী জানান, “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল উপজেলার ন্যায় শরণখোলায়ও বাস্তুহারা, ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর দেয়া হবে। এরই ধারাবাহিকতায় শরণখোলায় ৭৮২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্য হতে চতুর্থ পর্যায়ে ৭৫ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২২৬ পরিবারকে পূনর্বাসিত করা হয়েছে। এছাড়া আরও ৪৮১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসন করতে হবে। ইউএনও জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মান ইতোমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। ঘরের সাথে বিনামূল্যে বিশুদ্ধ পানি সংরক্ষন ট্যাংক ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া জমির দলির সম্পন্ন করে নামজারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে জমির দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হবে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের প্রত্যায়নপত্রসহ বাড়ি বাড়ি গিয়ে ভূমিহীন তালিকা করা হয়েছে। এছাড়া সরকারের গোয়েন্দা সংস্থা ও তালিকা যাচাই বাছাই করার পরে তালিকা চুড়ান্ত করা হয়েছে।