raising sylhet
ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: খন্দকার মুক্তাদির

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিগত আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের পাশে দাড়ানোর অংশ হিসেবে গতকাল গোলাপগঞ্জ উপজেলায় ধারাবহর এলাকার বিএনপি নেতা শহীদ তাজ উদ্দিন এর মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্তনা প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুগে যুগে বড় কিছু অর্জন করতে গেলে এই আত্মত্যাগ করতে হয়। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম, তখন লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। তখন অনেক পরিবার অসহায় হয়ে পড়েছিল। যারা প্রাণ দিয়েছেন তারা একটি আদর্শ ও লক্ষের জন্য প্রাণ দিয়েছেন। নিজের দেশকে মুক্ত ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা প্রাণ দিয়েছেন। তারা পুলিশের গুলিতে ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন। আমাদের সাহসী সন্তানরা বীরের মতো শহীদ হয়েছেন। কেউ পেছনে পালাতে গিয়ে শহীদ হননি। তারা স্বৈরাচারের সামনে বুক পেতে দিয়েছে। তারা দেশের জন্য যে আত্মত্যাগ করে গেছেন, তা গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এসময় সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান আহমদ মুরাদ ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান উজ্জল, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাউন্সিল, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম সহ জেলা ও গোলাপগঞ্জ উপজেলা-পৌর বিএনপির নেতৃবৃন্দ। উল্লেখ্য গোলাপগঞ্জের নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নেন নেতৃবৃন্দ।

৩৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।