এক দফা আন্দোলনের শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নবীনগরের শহীদ তানভীরের বাবা শামসুজ্জামান, বিজয়নগরের শহীদ সাজিদুর রহমান ওমরের বাবা মো. শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশরের শহীদ মুগ্ধের বাবা ও নবীনগরের সুজয়ের পরিবারের সদস্য ছাড়াও জেলার প্রায় অর্ধশত সমন্বয়ক ও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তৌফিকুল ইসলাম মিথিল, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার নাজমুল হক নাজু, সাংবাদিক আল-আমিন শাহীন, যমুনা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, শহীদ মুগদ্ধের বোন নাসরিন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন কৃতি সন্তানকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগের কারণে স্বৈরাচারী সরকারের পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সকলে মিলে এ দেশকে অনেক দূর এগিয়ে নিতে হবে। এ সময় বক্ত্যরা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।