ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এক দফা আন্দোলনের শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নবীনগরের শহীদ তানভীরের বাবা শামসুজ্জামান, বিজয়নগরের শহীদ সাজিদুর রহমান ওমরের বাবা মো. শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশরের শহীদ মুগ্ধের বাবা ও নবীনগরের সুজয়ের পরিবারের সদস্য ছাড়াও জেলার প্রায় অর্ধশত সমন্বয়ক ও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তৌফিকুল ইসলাম মিথিল, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার নাজমুল হক নাজু, সাংবাদিক আল-আমিন শাহীন, যমুনা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, শহীদ মুগদ্ধের বোন নাসরিন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন কৃতি সন্তানকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগের কারণে স্বৈরাচারী সরকারের পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সকলে মিলে এ দেশকে অনেক দূর এগিয়ে নিতে হবে। এ সময় বক্ত্যরা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।

১০০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।