আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি মহানগর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টায় পতাকা উত্তোলন, ঐদিন বাদ জোহর হযরত শাহজালাল মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও এতিম দুস্থদের মধ্যে খাবার বিতরণ। সন্ধ্যা ৬টায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ সকল কর্মসূচীগুলো সফল করার জন্য মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
৩ বার পড়া হয়েছে।