শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারকে এক লক্ষ টাকা অর্থসহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে এ অর্থ প্রদান করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন সিলেট নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল ইসলাম বাবুল। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, প্রভাতবেলার সহ সম্পাদক মুহিব আলী, দৈনিক জালালাবাদ এর নিউজ ইনচার্জ আহবাব মোস্তফা খান ও স্টাফ ফটো গ্রাফার হুমায়ুন কবির লিটন।
আজ ১৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের নেতৃত্বে উপর্যুক্ত ব্যক্তিবর্গ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। তাঁরা তুরাবের পরিবারের খোঁজ খবর নেন।
এসময় তুরাবের বড় ভাই আবুল আহসান মো: আজরফের কাছে আমীরে জামায়াতের দেয়া এক লক্ষ টাকা প্রদান করেন।
এসময় আবেগঘন পরিবেশে ফখরুল ইসলাম বলেন, সিলেটের প্রত্যেক শহীদ পরিবারে জাময়াত এক লক্ষ টাকা করে অর্থ সহযোগিতা করেছে। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তুরাবসহ প্রতিটি হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তুরাবের মৃত্যু কে শহীদ হিসেবে কবুল করেন।