ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে বুবলীর কৌশলী জবাব

rising sylhet
rising sylhet
নভেম্বর ৮, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি ক্লাবে আয়োজন করা হয় সিনেমাটির মহরত অনুষ্ঠান। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।

অনুষ্ঠানে নির্মাতা, প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা উপস্থিত ছিলেন। মহরতের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বুবলী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্ন ছিল তার পূর্বের জনপ্রিয় অনস্ক্রিন জুটি শাকিব খানকে ঘিরে। সাংবাদিক জানতে চান, অন্য নায়কের সঙ্গে কাজ করতে গেলে কখনো কি শাকিব খানের বাধার মুখে পড়তে হয়েছে?

প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বুবলী কৌশলীভাবে বলেন, “শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের ভালোবাসা পেয়েছে। দর্শকরা আমাদের কাজ পছন্দ করেছেন, ভবিষ্যতেও করবেন। তবে আমরা শিল্পী হিসেবে নিজেদের জায়গা থেকে কাজ করি। অন্য সহশিল্পীদের সঙ্গে কাজ করলে সেটাও দর্শকরা নিজেদের মতো করে গ্রহণ করেন।”

বুবলীর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ তার কৌশলী জবাবের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন তিনি আলোচনার ঝড় এড়াতে সচেতনভাবেই এমন মন্তব্য করেছেন।

উল্লেখ্য, শবনম বুবলী তার অভিনয় জীবনের শুরুতে একটানা ১০টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। প্রথম সিনেমা ছিল শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’, যা দিয়েই তিনি আলোচনায় আসেন।

কাজের সূত্রে শাকিব-বুবলীর সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং ২০১৮ সালে তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তাদের এক সন্তান জন্ম নেয়, নাম শেহজাদ। তবে সম্পর্কের খবর প্রকাশ্যে আসে অনেক পরে। সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।