ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তর অধিনায়কত্ব অধ্যায়ের ইতি: টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন

rising sylhet
rising sylhet
জুন ২৮, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ জাতীয় টেস্ট দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর অধ্যায়ের ইতি টানা হলো কলম্বো টেস্টের হারের মধ্য দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দেন, আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকছেন না।

পরাজয়ের হতাশা পেছনে রেখে, শান্ত এই সিদ্ধান্তকে জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলেই দেখছেন। তিনি জানান, ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

২০২৪ সালেই তিন ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন শান্ত। তবে বছরটি যতই এগিয়েছে, একে একে অধিনায়কত্বের ভার যেন তার কাঁধ থেকে সরে গেছে। বছরের শুরুতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন, যার দায়িত্ব নেন লিটন দাস। এরপর ওয়ানডে অধিনায়কত্ব হঠাৎ করে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে—যা শান্ত নিজেও জানতেন না আগে থেকে।

এরপর থেকেই গুঞ্জন চলছিল, হয়তো টেস্ট নেতৃত্ব নিয়েও শান্তর আগ্রহ কমে গেছে। যদিও সিরিজ শুরুর আগে এই বিষয়ে মুখ খোলেননি তিনি। তবে কলম্বো টেস্টে দলের ব্যর্থতা ও নেতৃত্ব নিয়ে চলমান অনিশ্চয়তা মিলিয়ে, শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন শান্ত।

তার কথায়, “টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

শান্তর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এখন দেখার বিষয়, বিসিবি কার হাতে তুলে দেয় সাদা বলের পর লাল বলের নেতৃত্বও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।