ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘আইডিয়া বক্স’ স্থাপন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মতামত, সমস্যা ও প্রস্তাবনা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে ‘আইডিয়া বক্স’ স্থাপন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রথম ছাত্রী হলে এই উদ্যোগের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন দপ্তর প্রধান, হল প্রভোস্ট ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মতামত, সমস্যার বিবরণ ও সম্ভাব্য সমাধান লিখিতভাবে জমা দিতে পারবেন। পাশাপাশি, একটি কিউআর কোডের মাধ্যমে অনলাইনে নামসহ বা নামবিহীনভাবে মতামত জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, তারা শিক্ষার্থীদের চিন্তা-ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখে এবং এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে চায়। প্রাপ্ত আইডিয়াগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে বাস্তবায়নের চেষ্টা চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।